সিএএ এবং এনআরসিকে ইস্যু করে কিছু লোক যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে তাতে মনে হয়না এইসব লোকজন দেশের মঙ্গল চান। নাম না করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে সোমবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী সভাঘরের সামনে একটি পার্কে দাঁড়িয়ে এই অভিযোগ করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

বিজেপি সাংসদ এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের ওই পার্কে অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি(এমএসএমই) শিল্পোদ্যোগ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত একটি প্রদর্শনীর উদ্ধোধন করতে এসে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর যেভাবে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন সরকারি সম্পত্তি আন্দোলনের নামে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হন।

দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা রুগ্ন হয়ে পড়া এবং এই সমস্যার সমাধান খোঁজার ব্যাপারে পার্লামেন্টে তাঁর বক্তব্য রাখার প্রসঙ্গে এদিন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, ‘শিল্পাঞ্চল দুর্গাপুরে একের পর এক শিল্প কারখানা কেন রুগ্ন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ জানা দরকার, তার জন্য তদন্ত কমিশন গঠনের আমি দাবি জানিয়েছি পার্লামেন্টে এবং এই রুগ্নতা কাটিয়ে কিভাবে কলকারখানাগুলিকে স্বমহিমায় ফিরিয়ে দেওয়া যায় তার পথও খোঁজার দাবি জানিয়েছি আমি।’

সোমবার বিকেলে একদিকে সৃজনী সভাঘর থেকে সিএএ এবং এনআরসি’র বিরুদ্ধে পদযাত্রায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং অপরদিকে সৃজনী সভাঘরের উল্টো দিকের একটি পার্কে কেন্দ্রীয় সরকারের অধীনে অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি(এমএসএমই) শিল্পোদ্যোগ মন্ত্রকের একটি প্রদর্শনীতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ঘিরে সিটি সেন্টার চত্ত্বর কার্যত সরগরম হয়ে উঠে।




Like Us On Facebook