তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ায় প্রতারণার মামলা দায়ের হয়েছে বাঁকুড়ার বড়জোড়া থানায়। হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত চলছে। কিন্তু বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খাঁ বাঁকুড়ার বড়জোড়া থানায় পুলিশের তদন্তে হাজিরা দিতে গেলে আইনশৃঙ্খলা জনিত সমস্যা হতে পারে, তাই পুলিশের নির্দেশে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ সোমবার দিল্লি থেকে সরাসরি অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে দুর্গাপুর থানায় হাজিরা দিলেন তদন্তে সহযোগিতা করতে।
বড়জোড়া থানার আইসি সৌমিত্র খাঁকে টানা সাত ঘণ্টা ম্যারাথন জেরা করলেন। সন্ধ্যায় ক্লান্ত সৌমিত্রবাবু ফিরে গেলেন নিজের গন্তব্যে। সোমবার তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদের দুর্গাপুর থানায় হাজিরা দেওয়ার খবরে এদিন থানার সামনে সংবাদ মাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো। সৌমিত্র খাঁকে জেরা পর্ব শেষ হতেই থানা থেকে বেরিয়ে তিনি যে পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতা করেছেন সেই দাবি করেন। পুলিশও তাঁর সঙ্গে সুব্যবহার করেছে বলে সৌমিত্র খাঁর দাবি। সৌমিত্র খাঁ বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে বড়জোড়ার একটি মামলার তদন্তে সহযোগিতা করতে আজ আমি দুর্গাপুর থানায় হাজির হয়েছিলাম।’ এদিন সকালে তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ২২ থেকে ২৪টি আসন পেয়ে বাংলা জয় শুরু করবে।’