সোমবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় অন্ডাল থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবা চালুর কথা ঘোষণা করলেন। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট জুন মাস থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অন্ডাল-চেন্নাই ও অন্ডাল-মুম্বাই প্রতিদিন চারটি বিমান পরিষেবা দেবে।

এদিন আসানসোলে এক অনুষ্ঠানের মাধ্যমে অন্ডাল থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবার প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন স্পাইস জেট বিমান সংস্থা কর্তা দেবাশীষ সাহা সহ স্পাইস জেটের অন্যান্য কর্মকর্তারা। মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘কয়েকদিন পরেই লোকসভা নির্বাচনের নোটিশ জারি হয়ে যাবে তখন নির্বাচনী নিয়মের বেড়াজালে আর বিমান পরিষেবা উদ্ধোধন করা যাবে না। তাই স্পাইস জেট বিমান সংস্থার ১২ তম গন্তব্য হিসেবে অন্ডাল থেকে চেন্নাই মুম্বাই স্পাইস জেট বিমান পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন করা হল আজ।’ তিনি বলেন, অন্ডাল থেকে দিল্লি ও হায়দরাবাদ বিমান পরিষেবা খুব ভালো চলছে। কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রী জয়ন্ত সিনহার আন্তরিক প্রচেষ্টায় দিল্লি ও হায়দরাবাদ বিমান পরিষেবা চালু হয়েছে। এবার জুন মাস থেকে গ্রীষ্মকালীন মরসুমে অন্ডাল-চেন্নাই ও অন্ডাল-মুম্বাই বিমান পরিষেবা চালু করতে চলেছে স্পাইস জেট বিমান সংস্থা।’ এই দুই রুটে স্পাইস জেট বিমান সংস্থা মাথা পিছু আপাতত টিকিটের মূল্য ৩৭০১ টাকা (প্রমোশনাল ফেয়ার) স্থির করছে বলেও এদিন ঘোষণা করেন স্পাইস জেটের কর্মকর্তারা।





ফাইল চিত্র

Like Us On Facebook