দুর্গাপুরের সেচ্ছাসেবী সংগঠন, দুর্গাপুর সাব-ডিভিশনাল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম সেচ্ছায় রক্তদান আন্দোলনের এক দিশারী। মানুষের বিপদে-আপদে যেমন পাশে থাকে এই সংগঠনের কর্মীরা তেমনই লকডাউনের মধ্যেও একের পর এক স্বেচ্ছাসেবায় রক্তদান কর্মসূচি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তের জোগান দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এবারও করোনা আক্রান্তদের পাশে থাকতে ফোরামের কর্মীরা করোনা আক্রান্ত রোগীদের পরিবারের মুখে দু’বেলা পুষ্টিকর আহার তুলে দিতে সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নম্বর প্রকাশ করল। দুর্গাপুরের করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন এই সংগঠনের কর্মীরা। জানা গেছে, দুপুরে খাবার পেতে সকাল ৯ টার মধ্যে ফোন করতে হবে এবং রাতের খাবার পেতে বিকেল ৫ টার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করতে হবে সংগঠনের দেওয়া নির্দিষ্ট নম্বরে। এই মহৎ উদ্যোগে দুর্গাপুর সাব-ডিভিশনাল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুরের কান্তা ক্লথ স্টোরের মতো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান।

কোভিড আক্রান্তরা প্রয়োজনে নীচের নম্বরগুলিতে ফোন করে সেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করুনঃ

9333929095
9609601124
9333165399
8250309176
(Touch above numbers to call directly.)

Like Us On Facebook