১ থেকে ৩ মে দুর্গাপুর বণিক সভার ডাকে করোনা মোকাবিলায় বন্ধ থাকছে দুর্গাপুরের বাজার। রাজ্য সরকারও করোনা মোকাবিলায় কঠোর নির্দেশ দিয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে বাজার খোলা রাখার। নির্দেশ অমান্য করলে মিলবে কড়া শাস্তি। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ এবং দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আবেদন অগ্রাহ্য করেই শনিবার ভোর থেকে দুর্গাপুর স্টেশন সংলগ্ন সেন মার্কেট খোলা হল। বেলা পর্যন্ত চলল কেনাবেচা।

করোনা মোকাবিলায় বণিক সভার ডাকে যখন গোটা দুর্গাপুর করোনা আতঙ্কে স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধ, তখন শনিবার ভোর থেকে প্রতিদিনের মতো দুর্গাপুর সেন মার্কেট খোলা হল। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে অবাধে চলল কেনাবেচা। ক্রেতাদের ভিড় জমিয়ে করোনা প্রোটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে চলল বাজার। মাস্কের নামে গলায় রুমাল বেঁধেই চলল বেচাকেনা।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময়ে এই সেন মার্কেট বন্ধ করতে হিমসিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে। বহু কষ্টে বেশকিছু দিন পুলিশ ও প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে বন্ধ রাখে সেন মার্কেট। ঠিক একই পথে হেঁটে শনিবার সেন মার্কেট দেখালো সেন মার্কেট আছে সেন মার্কেটেই। গত একবছর ধরে করোনা মোকাবিলায় কত জল গড়িয়েছে, তবু কোন শিক্ষাই যে নেয়নি দুর্গাপুরের এই সেন মার্কেট সেই চিত্র ধরা পড়ল শনিবার সকালে।

মাস্ক ছাড়াই সেন মার্কেটে
Like Us On Facebook