করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলিকে অক্সিজেন সরবরাহে সেলের অক্সিজেন প্লান্ট বড় ভূমিকা নিচ্ছে। কেন্দ্র সরকারের চালু করা অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে টন টন লিকুইড অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে সেলের বিভিন্ন ইউনিট। এরমধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা এবং বার্নপুর ইউনিট অন্যতম ভূমিকা পালন করছে। শনিবারও জরুরি ভিত্তিতে দুর্গাপুর ইস্পাত কারখানার লিকুইড অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার অক্সিজেন এক্সপ্রেসে দিল্লি গেল।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের সঙ্গে তৈরি হয়েছে চরম অক্সিজেন সঙ্কট। অক্সিজেনের ঘাটতি মেটাতে দেশের বিভিন্ন ইস্পাত কারখানাগুলি এগিয়ে এসেছে। কেন্দ্র সরকারের চালু করা অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার(সেল) দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে এদিন তরল অক্সিজেন দিল্লি পাঠানো হল। দুর্গাপুরের সগরভাঙা জোনাল সেন্টারের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ৬ টি অক্সিজেন ট্যাঙ্কারে তরল অক্সিজেন দিল্লি গেল। প্রতিটা ট্যাঙ্কারে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন রয়েছে। মোট ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে দিল্লি রওনা দিল ভারতীয় রেলের অক্সিজেন এক্সপ্রেস। উপস্থিত ছিলেন সেলের আধিকারিক সহ কন্টেনার সংস্থার আধিকারিকরা।

Like Us On Facebook