শহরে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই সোমবার থেকে মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মিনিবাস সংগঠনের কর্মীরা। সোমবার দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিতি সহ দুর্গাপুরের বিভিন্ন রুটের মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়। মিনিবাস ইউনিয়ানের পক্ষ থেকে আজ ২০ জুলাই সোমবার থেকে দুর্গাপুরে মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও স্টেশনে চত্ত্বর থেকে অল্প কিছু মিনিবাস চলাচল করতে দেখা গেছে। যদিও মহকুমা প্রশাসনের কাছে এই বিষয়ে কোন খবর নেই বলে জানা গেছে।

দুর্গাপুরে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। মিনিবাস কর্মীদের সুরক্ষা ও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মিনিবাস কর্মীদের। দুর্গাপুর শহর থেকে বিভিন্ন রুটে প্রতিদিন প্রায় ২৭০ টি বাস চলাচল করে। লকডাউনের ফলে দীর্ঘদিন বাস পরিষেবা বন্ধ থাকার পর আনলক চালু হতেই ফের শুরু হয়েছিল বাস পরিষেবা। প্রায় ৫০ টির মত মিনিবাস চলছিল বিভিন্ন রুটে। আজ, সোমবার থেকে সমস্ত মিনিবাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিনিবাস ইউনিয়নের কর্মীরা। পূর্ব ঘোষণা ছাড়াই মিনিবাস পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে পথচলতি যাত্রীরাও এদিন চরম দুর্ভোগে পড়েছেন।

দুর্গাপুরের মিনিবাস মালিক সংগঠনের পক্ষ থেকে অলোক চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘মিনিবাস চলাচল বন্ধ করার কোন সিদ্ধান্ত আমরা নিই নি। মিনিবাস বন্ধ করতে প্রশাসন থেকেও কোন কথা বলা হয় নি। বাস চালানোর জন্য আমরা কাউকে জোর করতে পারি না। যারা বাস চালাচ্ছে চালাচ্ছে। আবার যারা চালাচ্ছে না তারা চালাচ্ছে না। কিন্তু যেহেতু দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেহেতু যদি মিনিবাসের কর্মীরা করোনা আতঙ্কে কাজে না আসে তাহলে তো আমরা জোর করতে পারি না তাদেরকে।’ তিনি আরও বলেন, ‘আনলক পর্ব শুরু হলেও ৯০ শতাংশ মিনিবাস চলছিল না। মাত্র ১০ শতাংশ মিনিবাস চলছিল। এখন সেই ১০ শতাংশ বাসের কর্মীরা যদি আতঙ্কে বাস না চালায় তো আমাদের তো বলার কিছু নেই।’

Like Us On Facebook