ফের ধসে ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। মাটিতে চাপা পড়ে পড়ল গাড়ি। আতঙ্কে গ্রাম ছাড়ছেন গ্রামবাসীরা। ঘটনাটি অন্ডালের হরিশপুর গ্রামের। অন্ডালের টপ লাইন থেকে বহুলা যাবার প্রধান রাস্তায় পড়ে হরিশপুর গ্রাম। গতকাল গভীর রাতে বিকট শব্দের সঙ্গে এলাকাটির একাংশ বসে যায় বলে জানান স্থানীয় বাসিন্দা তপন পাল। গ্রামের ১০ থেকে ১৫ টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং এই বাড়িগুলো কয়েক ফুট মাটিতে বসে যায় বলে স্থানীয়রা জানান। এই ঘটনায় হরিশপুর গ্রামে থাকা ৫৫০ টি পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। সকাল থেকেই ঘরের আসবাবপত্র এবং গবাদি পশু নিয়ে অন্যত্র যেতে দেখা যায় গ্রামবাসীদের।

গ্রামবাসীদের অভিযোগ, ১৯৯৮ সাল থেকে এলাকায় ইসিএলের একটি খোলামুখ খনি রয়েছে। সেই খনির কয়লা উত্তোলনের কারণে এই হরিশপুর এলাকা ধস প্রবণ। বারবার এলাকায় ধসের ঘটনা ঘটতে থাকে। ইসিএল আধিকারিক থেকে শুরু করে প্রশাসন, আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি, স্থানীয় প্রশাসন প্রায় সকলকেই গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

এদিকে, আজকের এই ভয়ঙ্কর ধসের ফলে হরিশপুর গ্রাম প্রায় জনশূন্য। স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে যথেষ্ট। গ্রামবাসীরা বারবার পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। যতদিন না পুনর্বাসন হচ্ছে ততদিন গ্রামের বাসিন্দাদের আতঙ্ক পিছু ছাড়বে না বলে দাবি স্থানীয়দের।



Like Us On Facebook