রবিবার রাতে অন্ডালের হরিশপুর গ্রামে ফের ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়ি। মাটিতে চাপা পড়ে যায় একাধিক গাড়ি। এই অবস্থায় পুনর্বাসনের দাবিতে সোমবার ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ধস কবলিত হরিশপুর গ্রামের শতাধিক মানুষ। যদিও গ্রামের পুনর্বাসন নিয়ে ইতিমধ্যেই প্রশাসন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও ইসিএলের ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই হরিশপুর গ্রামের পুনর্বাসনের কাজ সম্পূর্ণ হবে।

গতকাল রাতে হরিশপুর গ্রামের অধিকাংশ জায়গায় ধস ও ফাটল দেখা দিলে আতঙ্কিত গ্রামবাসীরা সোমবার ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে অবরোধ কারীদের জাতীয় সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা কজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

Like Us On Facebook