অন্ডাল বিমানবন্দরের উন্নয়নের জন্য রাজ্য সরকার ৩০০ কোটি বরাদ্দ করার পরের দিনেই কলকাতা অন্ডাল বিমান রুটে শুক্রবার মাঝ আকাশে চল্লিশ হাজার ফুট উঁচুতে ককপিট ছবির মিউজিক লঞ্চ হল। উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন দেব, রুক্মিণী, কোয়েল এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ককপিট এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তথা সাংসদ দেব। দুই অভিনেত্রী কোয়েল মল্লিক ও রুক্মিণীকে নিয়ে অন্ডাল বিমান বন্দরে বিশেষ বিমানে উড়ে আসেন দেব। একই সঙ্গে অন্ডাল বিমানবন্দরেও প্রচার সারেন দেব, কোয়েলরা। উল্লেখ্য, অন্ডাল বিমানবন্দরে এসে কিছু দিন আগে অভিনেতা দেব ককপিট ছবির স্যুটিং করেন। ছবি রিলিজের আগে বিমানে কলকাতা অন্ডাল রুটে মাঝ আকাশে ছবির মিউজিক লঞ্চ ও প্রচারের মাধ্যম হিসাবে অন্ডাল বিমানবন্দরকেই বেছে নিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন অভিনেতা সাংসদ দেব।
Like Us On Facebook