অন্ডাল বিমানবন্দরে দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রবিবার রাতে নির্বাচনী এলাকায় পৌঁছলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবার রাত ৮টা ১২ মিনিট নাগাদ মুম্বাই ফ্লাইটে অন্ডাল বিমানবন্দরে নামেন শত্রুঘ্ন সিনহা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী পূ্ণম সিনহা ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন দলীয় প্রার্থীকে অভ্যর্থনা জানাতে অনেক আগে থেকেই বিমানবন্দর চত্বরে ভিড় জমান তৃণমূল নেতা কর্মীরা। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য তৃণমূল বিধায়করাও। শত্রুঘ্ন সিনহা বিমানবন্দরের বাইরে আসতেই তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকেন সমর্থকরা। পাল্টা হাত নেড়ে সমর্থকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। দলীয় সূত্র মারফত জানা গেছে, এদিন আসানসোলের ঊষাগ্রামে একটি হোটেলে উঠবেন সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা। সোমবার সকালে তাঁর ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দেওয়ার কথা। এরপর সেখান থেকে সোজা যাবেন ডিএম অফিস, মনোনয়ন জমা দেওয়ার জন্য। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপর আস্থা রেখেছেন বলে শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান।

Like Us On Facebook