তিন দিনের টানা বৃষ্টিতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে যাওয়ার রাস্তা জল জমে বেহাল হয়ে পড়েছে। জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন গাড়ি চালকরা। যাত্রীদের অভিযোগ, অন্ডাল বিমানবন্দর ধীরে ধীরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর হয়ে উঠছে, সেই বিমানবন্দরে যাওয়ার রাস্তা জলমগ্ন থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।

ইতিমধ্যেই অন্ডাল থেকে দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাই রুটে বিমান পরিষেবা চালু হয়েছে এবং ২৭ অক্টোবর থেকে অন্ডাল-চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হবে। স্বাভাবিকভাবেই অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এখন শিল্পাঞ্চলের মানুষ সহ পার্শ্ববর্তী এলাকায় মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ বিমানবন্দর। বিমানবন্দরের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যাও দিন দিন বাড়ছে। যাত্রীরা বলেন, ‘বিমানবন্দরে যাওয়ার রাস্তায় যাতে জল না জমে সে ব্যাপারে কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।’ বিমানবন্দরে আসা যাত্রীদের দাবি, বিমানবন্দর যাওয়ার রাস্তায় জল জমা আটকাতে অবিলম্বে সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা করা হোক। নাহলে, বিমানবন্দর তার গরীমা হারাবে।

Like Us On Facebook