অপেক্ষার অবসান। রাত পোহালেই মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে অন্ডালের কাজী নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মুম্বাই এয়ারপোর্টে স্পাইসজেটের যাত্রীবাহী বিমান উড়ে যাবে। সেই সঙ্গেই শুরু হবে দুর্গাপুর থেকে মুম্বাই বিমান পরিষেবা, দুর্গাপুরের সঙ্গে আকাশপথে জুড়ে যাবে মুম্বাই। মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে স্পাইসজেটের বিমান (SG 6354) মুম্বাই থেকে ছেড়ে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে সকাল ১০টা ০৫ মিনিটে এরপর ফিরতি বিমান (SG 6355) অন্ডাল বিমানবন্দর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে মুম্বাই পৌঁছবে দুপুর ১টা ০৫ মিনিটে। টিকিটের মূল্য আনুমানিক চার হাজার টাকা বলে জানা গেছে। শিল্পাঞ্চলের যাত্রীদের দাবি মেনে অন্ডাল এয়ারপোর্ট থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে অন্ডাল-দিল্লি এবং অন্ডাল-হায়দরাবাদ বিমান পরিষেবা। এবং অন্ডাল-চেন্নাই রুটেও বিমান পরিষেবার দাবি রয়েছে।

অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অন্ডাল-মুম্বাই রুটে মঙ্গলবার থেকে পরিষেবা চালু হওয়ার পর অসামরিক বিমান চলাচল দফতর অন্ডাল-চেন্নাই রুটে বিমান পরিষেবা চালুর কথাও ভাবছে। এদিকে মঙ্গলবার অন্ডাল-মুম্বাই রুটে স্পাইসজেটের যাত্রীবাহী বিমান পরিষেবার সূচনা উপলক্ষে সোমবার অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট গিয়ে স্পাইসজেটের কর্মীদের মধ্যে যেমন জোর তৎপরতা দেখা গেল তেমনই শিল্পাঞ্চল দুর্গাপুরের সঙ্গে মুম্বাই শহরের নতুন যোগাযোগ স্থাপন উপলক্ষে শিল্পাঞ্চল দুর্গাপুর-আসানসোল সহ পার্শ্ববর্তী এলাকায় মানুষও বেশ উচ্ছ্বসিত। খবর নিয়ে জানা গেছে, মঙ্গলবার অন্ডাল এয়ারপোর্ট থেকে মুম্বাই এয়ারপোর্টে স্পাইসজেটের প্রথম বিমান পরিষেবার সাক্ষী হতে শিল্পাঞ্চলের অনেকেই মঙ্গলবার মুম্বাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটেছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook