বছর উনচল্লিশের এক যুবক চাকরি সূত্রে নেপালে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ পরিজনেদের। গত তিন দিন ধরে অরিন্দম ব্যানার্জী নামে আসানসোলের ওই যুবকের আর কোন খোঁজ মিলছে না বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই যুবকের স্ত্রী ও বাবা। পরিবার সূত্রে জানা গেছে, অরিন্দম একটি বহুজাতিক হেল্থ ইন্সট্রুমেন্ট প্রস্তুতকারি সংস্থায় নেপালের কাঠমান্ডুতে কর্মরত ছিলেন। ২০১৩ সাল থেকে তিনি স্ত্রী অলিভকে নিয়ে কাঠমান্ডুতে বসবাস করছেন। গত ১৪ সেপ্টেম্বর নেপালের বাড়ি থেকে কাজে বেড়িয়ে বাড়ি ফেরেননি অরিন্দম। স্ত্রী অলিভ ব্যানার্জী নেপালের তেজপুর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে তিনি আসানসোলের বাড়িতে থাকা অরিন্দমের বৃদ্ধ বাবা-মাকেও জানান বিষয়টি। তেজপুর থানা এখনও পর্যন্ত অরিন্দমের কোন হদিশ করতে পারে নি। স্বভাবতই বিদেশে অসহায় হয়ে পড়েছেন একাকী স্ত্রী অলিভ ব্যানার্জী।

নেপাল পুলিশ কোন সুরাহা করতে না পারায় আসানসোলের ৪৬ নম্বর ওয়ার্ড মাষ্টার পাড়ার বাসিন্দা অরিন্দমের বৃদ্ধ বাবা-মা স্বদেশ ব্যানার্জী ও পান্না ব্যানার্জী ছেলের খোঁজে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক বিষয় হওয়ায় থানা দ্রুত বিষয়টি নবান্নে রেফার করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook