শিল্পাঞ্চলের মানুষের এবার প্রত্যাশা পূরণ হতে চলেছে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদের পর এবার চেন্নাই যাওয়ার উড়ানও শুরু হতে চলেছে। অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে ২৭ অক্টোবর থেকে স্পাইসজেটের ১৬৮ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ বিমান সপ্তাহে সাতদিন এই রুটে চলাচল করবে। জানা গেছে, আপাতত চেন্নাই থেকে ৫টা ৩৫ মিনিট নাগাদ উড়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অন্ডাল বিমানবন্দর পৌঁছে ওই বিমান রাত ৮টা ২০ মিনিটে অন্ডাল থেকে যাত্রা করে রাত ১০টা ৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দরে পৌঁছবে।
পুজোর পর দুর্গাপুর থেকে চেন্নাই বিমান পরিষেবা চালু হওয়ার খবরে স্থানীয় মানুষের সঙ্গে সঙ্গে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন মহলে খুশির হাওয়া। এই পরিষেবা চালু হলে ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা সহ বিভিন্ন কাজে কম সময় ও খরচে চেন্নাই পৌঁছতে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী জেলার মানুষজন বিশেষ উপকৃত হবেন। মাত্র আড়াই ঘন্টায় হাজার চারেক টাকা খরচে সহজেই মানুষ দুর্গাপুর থেকে চেন্নাই পৌঁছতে পারবেন। স্পাইস জেটের ওয়েবসাইটে ইতিমধ্যেই দুর্গাপুর-চেন্নাই বিমানের টিকিট বুকিং চালু হয়ে গিয়েছে।