.
মণ্ডপের প্রধান ফটকে বিশালাকার রাবণ। মণ্ডপে ঢুকলেই আকাশে গন্ধমাদন পর্বত নিয়ে উড়ে যাচ্ছে স্বয়ং হনুমান। প্লাইউড ও থার্মোকলের কারিকুরিতে গোটা রামায়ণের সমস্ত চরিত্র দেখা যাবে দুর্গাপুর স্টিল টাউনশিপ দয়ানন্দ মধ্যাঞ্চল ক্লাবের শক্তির আরাধনায় তৈরি মণ্ডপে। কচিকাঁচাদের সঙ্গে সঙ্গে বড়দেরও মন মাতাবে দয়ানন্দ মধ্যাঞ্চল ক্লাবের কালীপুজোর মণ্ডপ।
Like Us On Facebook