মোটর ভ্যানে করে চোলাই পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে চোলাই সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল জেলা আবগারি দফতর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২০ লিটার চোলাই। আটক করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি বাইক ও একটি মোটর ভ্যান।

পূর্ব বর্ধমান জেলা সদর আবগারি ওসি শশীভূষণ তেওয়ারি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ক্ষেতিয়া রেলগেটের কাছ থেকে বমাল দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল সুফল মাঝি ও হিরু দাস। সুফল মাঝির বাড়ি ভাতারের বড়বেলুনে ও হিরু দাসের বাড়ি দেওয়ানদিঘি থানার মালকিতায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২০ লিটার চোলাই। এই চোলাই বড়বেলুন থেকে বিজয়রামে নিয়ে আসা হচ্ছিল। এর আগে দুর্গাপুজোর মুখে চোলাইয়ের বিভিন্ন ভাটি গুলিতে অভিযান চালানো হয় আবগারি দফতরের পক্ষ থেকে। বিজয়রাম, বোরহাট, পাশিখানা, পুতুন্ডা সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে নষ্ট করে দেওয়া হয় প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণ। অভিযানের ফলে ওই এলাকা গুলিতে চোলাইয়ের জোগান কম পড়াতেই দূরবর্তী এলাকাগুলি থেকে চোলাই আনা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।

Like Us On Facebook