ওদের আগেই অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার একরাশ স্বপ্ন দেখিয়েছেন দুর্গাপুরের প্রাক্তন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। দুর্গাপুরের নামো সগড়ভাঙার কুষ্ঠ কলোনি আজ নবদিগন্ত।
দুর্গাপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিভিন্ন কর্পোরেট বা সাধারণ মানুষ আজ কোন আনন্দ অনুষ্ঠান করতে গেলেই নবদিগন্তের বাসিন্দা থেকে কচিকাঁচাদের সেই আনন্দ অনুষ্ঠানে সামিল করে ক্ষণিকের আনন্দ দেন। মঙ্গলবার দুর্গাপুর পৌরসভার ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নবদিগন্তের কচিকাঁচাদের দীপাবলির আনন্দে সামিল করতে নবদিগন্তের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে দীপাবলির আলো পৌঁছে দিতে মঙ্গলবার সন্ধ্যায় খানিক সময় নবদিগন্তে কাটান। বাড়ি বাড়ি মোমবাতি প্রজ্বলন করেন এবং কচিকাঁচাদের হাতে আতশবাজি তুলে দেন।