নতুন ভাবে সেজে উঠছে জেলার অন্যতম শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির। পুরানো প্রধান ফটক সংস্কার করার ফলে ভক্তদের এখন মন্দিরে প্রবেশ করতে নতুন নহবত গেট পেরিয়ে যেতে হবে মন্দিরের মূল প্রবেশ দ্বারে। মন্দিরের পিছনের গেটটি দু’বছর আগেই নতুন ভাবে নির্মাণ করা হয়েছে। সঙ্গে আছে মনোরম আলোর ব্যবস্থা। একই সঙ্গে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির সংলগ প্রাচীন কুমোর বাঁধটিও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় সংস্কার করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মন্দির সংলগ্ন প্রাচীন কুমোর বাঁধের পাড় ও স্নানের ঘাটটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে।

মন্দিরের প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রহায়ণ মাসের বাৎসরিক পুজো ও মহোৎসবের সময় মূর্তি পরিবর্তনের পর মায়ের নতুন মূর্তি পঞ্চমুন্ডি আসনে বসানোর পর পুরানো মূর্তি এই প্রাচীন কুমোর বাঁধের জলেই ভক্ত সমাগমের মাঝে শোভাযাত্রা সহকারে বিসর্জন দেওয়া হয়। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তাই জেলার অন্যতম শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরের মায়ের বিসর্জনের ঘাটটিকে মনোরম পরিবেশে সাজিয়ে তুলতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাছাড়া অগ্রহায়ণ মাসে মন্দিরের প্রতিষ্ঠা দিবসের আগে প্রাচীন এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলতে মন্দির কর্তৃপক্ষ মন্দিরের বিভিন্ন স্থানে পুরোদমে সংস্কারের কাজ করছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?









Like Us On Facebook