দীর্ঘ প্রায় আট মাস পর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবার নিয়মিতভাবে উড়ান শুরু হতে চলেছে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দর থেকে। ‘জুম এয়ার’ দেশের নবতম বেসরকারি উড়ান সংস্থা এবং দশম অন্তর্দেশীয় উড়ান সংস্থা হিসাবে রবিবার তাদের যাত্রা শুরু করল দিল্লি-কলকাতা-দুর্গাপুর-দিল্লি রুটে উদ্বোধনী উড়ানের মাধ্যমে। রবিবার সকালে দিল্লি বিমানবন্দরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু পতাকা উড়িয়ে জুম এয়ারের উদ্বোধনী উড়ানের শুভ সূচনা করেন। জুম এয়ারের বিমান অণ্ডালের কাজি নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ। সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে জুম এয়ারের বিমানকে অণ্ডালে স্বাগত জানাল বিমানবন্দর কর্তৃপক্ষ। নতুন বিমানের প্রথম উড়ান বা কোনও বিমানবন্দরে নতুন বিমান পরিষেবা চালু হলে জল-কামানে উচ্ছ্বাস প্রকাশ করারই রীতি।
রবিবার আমন্ত্রিত যাত্রীদের নিয়ে জুম এয়ারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কৌস্তভ মোহন ধর অণ্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছে জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে দিল্লি-কলকাতা-দুর্গাপুর-দিল্লি রুটে জুম এয়ারের বিমান চলাচল করবে। জুম এয়ারের ৫০ আসন বিশিষ্ট বোম্বার্ডিয়ার বিমান প্রতিদিন সকাল ৭টা ৩৫ মিনিটে দিল্লি থেকে ছেড়ে ৯টা ৩৫ মিনিটে কলকাতা পৌঁছবে। তারপর ওই বিমান সকাল ১০টা ০৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে ১০টা ৩৫ মিনিটে অণ্ডাল পৌঁছে ১১টা ০৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে দিল্লি পোঁছবে। সপ্তাহের সাত দিনই ওই বিমান চলবে। কলকাতা থেকে দুর্গাপুরের ভাড়া ধার্য্য করা হয়েছে ১০০০ টাকা এবং দুর্গাপুর থেকে দিল্লির ভাড়া ধার্য্য করা হয়েছে ৩৫০০ টাকা, খাবার এবং ট্যাক্স সমেত। ভবিষ্যতে এই রুটে প্রত্যহ দু’টি বিমান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। এছাড়াও দুর্গাপুর থেকে মুম্বাই এবং হায়দ্রাবাদের ডাইরেক্ট ফ্লাইট চালানোর কথাও ভাবছে সংস্থা।