.

অন্ডাল বিমাননগরী তৈরিতে জমিদাতা পরিবারের ট্রেনিংপ্রাপ্ত বেকার যুবক-যুবতীরা বিমাননগরীতে কাজের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখালেন। জমিদাতাদের দাবি, বিমাননগরীর জন্য যখন জমি দিয়েছিলেন এলাকার জমদাতারা তখন তাঁদের সাথে বেঙ্গল এয়ারোট্রোপলিস প্রোজেক্টস লিমিটেড(বিএপিএল) কর্তৃপক্ষের চুক্তি হয় যে, বিমাননগরীতে কাজের জন্য প্রতি জমিদাতা পরিবারের থেকে একজন যুবক বা যুবতীকে ট্রেনিং দিয়ে কাজের সুযোগ দেওয়া হবে। জমিদাতাদের অভিযোগ, দীর্ঘ ১০ বছরে ট্রেনিং নিয়েও মেলেনি স্থানীয়দের কাজের সুযোগ। তাই মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিমাননগরীর ডেভেলপমেন্ট এলাকায় জমিদাতারা কাজের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি প্রত্যেক জমিদাতা পরিবারের থেকে একজন করে বেকার যুবক বা যুবতীকে কাজের সুযোগ দিতে হবে বিমাননগরীতে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান জমিদাতাদের পক্ষ থেকে কালাচাঁদ গড়াই।

Like Us On Facebook