প্রতি বছরের মতো এবারও শহীদ চয়ন চট্টোপাধ্যায়ের স্মরণে বেনাচিতির শ্রীনগর পল্লীতে চয়ন মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। সোমবার টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। এই মাচে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করতে নামে দুর্গাপুরের চির প্রতিদ্বন্দী দুই ক্লাব দুর্গাপুর হিরোজ ও ভারতী ক্লাব। দু’পক্ষের আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। খেলার প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় দুর্গাপুর হিরোজ ফুটবল ক্লাব আনন্দ হেমব্রমের করা গোলে এগিয়ে যায়। তারপর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় ভারতী ক্লাবের বাবুলাল হাঁসদা গোল করে খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে খেলা অমিমাংসীত থাকে ও খেলা ট্রাইবেকারের দিকে এগোয়। ট্রাইবেকারে ৫ – ৪ গোলে জয়ী হয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারতী ক্লাব। ভারতী ক্লাবের বিট্টু কিস্কু আজকের খেলার সেরা ফুটবলার নির্বাচিত হন। আজকের ম্যাচ পরিচালনা করেন উজ্জ্বল মুখার্জী, বিমান দাস ও মনসা রুনি। আজ মাঠে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন নামী ফুটবলার শুভাশিস মাইতি।