রাজ আমলের নানান কাহিনী শুনিয়ে কাউকে অ্যান্টিক কয়েন দেখিয়ে আবার কাউকে সোনার মোহরের কথা বলে চলত প্রতারণা। গোপনে পাতা ফাঁদে পুলিশের জালে এইরকমই প্রতরণা চক্রের ৮ পান্ডা। উদ্ধার একটি অ্যান্টিক কয়েন ও একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। বর্ধমান সিউড়ি ২ নং জাতীয় সড়ক-বি লাগোয়া সাই কমপ্লেক্স এলাকা থেকে অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মুম্বাইয়ের বাসিন্দা ও বাকিরা বোলপুর, মঙ্গলকোট এবং বর্ধমানের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল মধ্যরাতে এনএইচ২বি-এর সাই কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ানশটার পাইপ গান, একটি গুলি ও একটি অ্যান্টিক কয়েন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা নিজেরাই এই কয়েন তৈরি করে অ্যান্টিক কয়েন বলে মানুষকে ঠকাতো। আবার অনেককে এই অ্যান্টিক কয়েন দেখিয়ে টাকা আদায়ও করত। এমনকি মানুষকে সোনার মোহরের গল্প শুনিয়েও প্রতারণা করতো এই দলের সদস্যরা। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।

Like Us On Facebook