শনিবার প্রথম আন্তর্জাতিক বিমান অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে অবতরণ করল। চালু হওয়ার প্রায় তিন বছর পর এই প্রথম কোন বিদেশি বিমান অণ্ডাল বিমানবন্দরে নামল। শনিবার সকাল ১১ টা নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অণ্ডাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

এদিন অণ্ডাল বিমানবন্দরে নেমে শেখ হাসিনা প্রথমে বিমানবন্দরে নজরুল মূর্তিতে মাল‍্যদান করেন। এরপর ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ‍্যমন্ত্রীর সঙ্গে কি কি প্রসঙ্গে আলোচনা হয়েছে সহ সা়ংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকসহ ভারতবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে শেখ হাসিনা বলেন, আমি অভিভূত। এরপর তিনি আসানসোলের দিকে রওনা হন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট উপাধি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে তিনটার সময় ফের অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা।



Like Us On Facebook