দুর্গাপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ির ছাউনিতে আজ, বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন ধরে গেলে স্টেশনের যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দুর্গাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ির উপর লোহার স্ট্রাকচারে ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি থেকে সিঁড়ির ছাউনিতে আগুন লেগে যায়। এরপর সেই আগুন ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে রেল সুরক্ষা বাহিনী ও দুর্গাপুর রেল স্টেশনের রেলের আধিকারিকরা ছুটে আসেন। দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভালে অবস্থা স্বাভাবিক হয়।
Like Us On Facebook