উন্নয়নকে হাতিয়ার করেই এবারও কাঁকসায় শাসকদল তৃণমূল কংগ্রেস গ্রাম পরিচালনার দায়িত্ব পেল। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার ফলাফল কাঁকসায় শাসক দল এবারও নিজেদের আধিপত্য বজায় রাখল। কাঁকসা ব্লকে গ্রাম পঞ্চায়েতের মোট ১৩২টি আসনের মধ্যে ৫০টি তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ৮২টি আসনে ভোট হয়। ৮২টির মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭২টি আসন। আর বিজেপি ৬টি গ্রাম পঞ্চায়েত আসন দখল করে কাঁকসায় দ্বিতীয় স্থান উঠে এসেছে। ৪০ বছরের বাম দুর্গ কাঁকসা ও ত্রিলোকচন্দ্রপুর হাতছাড়া করে গোটা জঙ্গলমহলে বামদুর্গ ভেঙ্গে চুরমার। মাত্র ৩টি আসন পেয়ে নিজেদের অস্তিত্বটুকু টিকিয়ে রাখল। এবং নির্দল গোটা কাঁকসা ব্লকে ১টি আসন পেয়েছে।

দেখা যাচ্ছে, গ্রামের মানুষ উন্নয়নে ভরসা পেয়ে ফের গ্রাম পরিচালনার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকেই দিল। অপর দিকে কাঁকসা ব্লকে বিজেপি মোট ৬টি গ্রাম পঞ্চায়েত আসন দখল করে দ্বিতীয় স্থানে উঠে আসায় শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০১৩ সালের পঞ্চায়েত ভোটে কাঁকসা ব্লকে বিজেপি কোন আসন পায় নি। বামেরা কাঁকসা ব্লকে ৫২টি আসন পেয়েছিল এবং তৃণমূল পেয়েছিল ৭৫টি আসন। এবার মাত্র ৩টি আসন পেয়ে কাঁকসা ব্লকে বামেদের অস্তিত্ব বিপন্ন।

এদিকে কাঁকসা জুড়ে শাসকদল নিজেদের ক্ষমতা গতবারের থেকে বেশ কিছুটা বাড়িয়ে নিতে পারায় ফল প্রকাশের পর গোটা কাঁকসা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবিরে মেতে ওঠেন। অপর দিকে বিজেপি ও সিপিএম নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই জয়কে বহিরাগতদের দিয়ে সন্ত্রাস ও ছাপ্পা ভোট এবং ভোট লুটের জয় বলে অভিহিত করেন।




Like Us On Facebook