একই পরিবারের ১১ জন করোনা আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে ৯ জনকে মলানদিঘির সনকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। স্থানীয় মানুষ জানান, শহরের একটি হোটেলে ১ জুলাই এই পরিবারের একটি বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশীদের অনুমান সেই অনুষ্ঠান থেকেই সংক্রমিত হয়েছেন এই পরিবারটি। এই খবর চাউর হতেই গোটা সেপকো টাউনশিপ জুড়ে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।
একই পরিবারের একসঙ্গে ১১ জনের কোভিড পজিটিভ রিপোর্ট আসার খবরে এদিন প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যায়। পুলিশ কড়া নজরদারিতে রেখেছে সেপকোর ওই এলাকা। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে জানান, দুর্গাপুরের সেপকো টাউনশিপের বিশেষ এলাকাটি কনটেনমেনট জোন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন,’ সেপকোতে একই পরিবারের ১১ জনের কোভিড পজিটিভ রিপোর্ট আসায় তাঁদের মধ্যে ৯ জনকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও পর্যন্ত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়নি।’ জানা গেছে, মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন।