করোনা ঠেকাতে ফের পুলিশ সক্রিয় হয়ে উঠল। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এবং দুর্গাপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অথচ মানুষ এখনও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন। মুখে নেই মাস্ক। দূরত্ববিধি মানার বালাই নেই। জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং পুলিশ কমিশনার সুকেশ জৈনের নির্দেশে রবিবার থেকে ফের পুলিশ রাস্তায় নেমে করোনা ঠেকাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে। রবিবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মাস্ক ব্যবহার নিয়ে প্রচার অভিযান হয়। সোমবার মাস্ক ব্যবহার নিয়ে বিশেষ অভিযান হল পাণ্ডবেশ্বরে।

প্রশাসনের শত আবেদন সত্ত্বেও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে দিনে দিনে বাড়ছে খনি অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যাও। তাই স্বাস্থ্যবিধি যারা পালন করছেন না তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে’র নেতৃত্বে আজ পাণ্ডবেশ্বর এলাকার বিভিন্ন হাট এবং বাজারে অভিযান চালানো হয়। যে সমস্ত মানুষ মাস্ক ব্যবহার করছেন না তাঁদেরকে মাস্ক পরিয়ে সাবধান করা হচ্ছে। অপরদিকে কিছু মানুষ গলায় মাক্স ঝুলিয়ে রেখেছেন তাদেরকেও যথাযতভাবে মাক্স পরার জন্য সতর্ক করা হয়। শাস্তিস্বরূপ এদিন ১৬ জনকে আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মাস্ক ব্যবহার না করলে এবার পুলিশ কড়া ব্যবস্থা নেবে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে।

Like Us On Facebook