অবশেষে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপে বিদ্যুৎ সংযোগ বহাল হল। বুধবার দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপের বাসিন্দাদের বাড়িতে আলো জ্বলতেই খুশিতে বাসিন্দারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ শুরু করেন। দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলো সাঁতরার হস্তক্ষেপে রাজ্য সরকার উদ্যোগী হয়ে ফের বিদ্যুৎ সংযোগ দেয় কেমিক্যালস টাউনশিপে।

গত সোমবার গভীর রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপ। আলো ও পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়েন টাউনশিপের বাসিন্দারা। দুর্গাপুর কেমিক্যালস কারখানার মোটা অংকের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় অথচ বাসিন্দারা দুর্গাপুর কেমিক্যালস কারখানা কর্তৃপক্ষকে সঠিক সময়ে বিদ্যুৎ বিল জমা দেন বলে দাবি। এই ঘটনায় দুর্গাপুরে রাজনৈতিক তরজা শুরু হয়। শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলের নেতারা। এই ঘটনার পর দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে কেমিক্যালস টাউনশিপের বাসিন্দাদের পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহ করে পানীয় জলের সংকট নিরসনের চেষ্টা করে। কিন্তু বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ পোহাতে হয় গোটা টাউনশিপের বাসিন্দাদের। এরপরেই ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলো সাঁতরার হস্তক্ষেপে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার নড়চড়ে বসে। বুধবার ফের বিদ্যুৎ সংযোগ করা হয় দুর্গাপুর কেমিক্যালস টাউনশিপে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ এর ডিসেম্বর মাসে রাজ্য সরকার লোকসানে চলা দুর্গাপুর কেমিক্যালস কারখানা বন্ধ করে দেয়‌। শ্রমিকদের বসিয়ে বেতনও দেয়। মোটা অংকের টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে কেমিক্যালস কারখানার বলে অভিযোগ। তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় দুর্গাপুর কেমিক্যালস কারখানা এবং টাউনশিপের। কিন্তু শ্রমিকরা টাউনশিপে নিজ নিজ বাড়ির বিদ্যুৎ বিল সঠিক সময়ে জমা করেন বলে দাবি।

Like Us On Facebook