অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচল বর্ধমান শহরের ফ্যান্সি মার্কেট। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকা ফ্যান্সি মার্কেটের একতলায় একটি রংয়ের দোকানে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার আগে ওই দোকানের মালিক সুকুমার অধিকারী থিনার কেমিক্যাল নিয়ে কাজ করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

পাশের দোকানের মালিক অরুপ গুহ জানিয়েছেন, হঠাৎই তিনি দেখেন সুকুমারবাবুর শরীর দাউ দাউ করে জ্বলছে। এরপরই তাঁরা ঝাঁপিয়ে পড়েন আগুন নেভানোর কাজে। কিন্তু ততক্ষণে গোটা দোকানের ভেতরই আগুন ছড়িয়ে পড়ে। কোনোরকমে সুকুমারবাবুকে উদ্ধার করে তাঁকে দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, আগুন লাগার খবর পেয়েই দ্রুততার সঙ্গে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। একইসঙ্গে গুডশেড রোডের বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আসে। যদিও এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও বিদ্যুত দফতরের কর্মীরা এই দোকান সংলগ্ন এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে দেরি করায় আগুন নেভানোর কাজে সমস্যা দেখা দেয়। স্বাভাবিকভাবেই দোকানের সমস্ত জিওনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। যদিও ঠিক কি কারণে এই আগুন লাগল তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। কেউ কেউ জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে। প্রাথমিক ভাবে অনুমান এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Like Us On Facebook