মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মন্ত্রীসভার সম্প্রসারণ করলেন। আটজন বিধায়ক মন্ত্রীসভায় স্থান পেলেন। তার মধ্যে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার এই সম্প্রসারিত মন্ত্রী সভায় স্থান পেয়েছেন। প্রদীপ মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টা, সেইসঙ্গে বুধবার থেকে মন্ত্রীত্বের দায়িত্বও সামলাবেন প্রদীপবাবু। বুধবার বিধায়ক প্রদীপ মজুমদারের শপথ গ্রহণের সম্প্রচার হতেই দুর্গাপুরে খুশির হাওয়া তৃণমূল কংগ্রেস শিবিরে। প্রদীপ মজুমদারের অনুগামীরা রাস্তায় নেমে পথচলতি মানুষকে মিষ্টি মুখ করান।
উল্লেখ্য, বাম আমলে বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক মৃণাল বন্দ্যোপাধ্যায়। এর পর দীর্ঘদিন দুর্গাপুর কোন মন্ত্রী পায়নি। দীর্ঘ সময় পর বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মন্ত্রীসভার সম্প্রসারণে দুর্গাপুরের মানুষ ফের একজন মন্ত্রী পেলেন।