বেশকিছু দিন ধরে একের পর বাইক চুরিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন দুর্গাপুরের মানুষ। দুর্গাপুর থানায় একের পর এক অভিযোগ জমা পড়ছিল। পুলিশও নড়চড়ে বসে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরের পুলিশও বাইক চুরি রোধ করতে তৎপর হয়ে ওঠে।
জানা গেছে, সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে কুখ্যাত বাইক-চোর রাজেশ মন্ডলকে পুলিশ ধরে ফেলে, সেই সঙ্গে তার হেফাজত থেকে পুলিশ ৯টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর থানায় ডিসি(ইস্ট) অভিষেক গুপ্তা ধৃত বাইক চোর রাজেশ মন্ডল সহ ৯টি উদ্ধার হওয়া বাইক সাংবাদিকদের দেখান।
দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানান, ধৃত রাজেশ মন্ডল বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বাইক চুরি চক্র চালাচ্ছিল রাজেশ মন্ডল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাজেশ মন্ডলকে ধরে। উদ্ধার করে চুরি যাওয়া ৯টি বাইক। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।