আর্থিক সমস্যায় পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর ডিপো থেকে বিভিন্ন রুটে চলা ২৫টির মতো বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর ডিপোর কর্মীরা জানিয়েছেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৬০ টি বাস দুর্গাপুর ডিপো থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এতদিন যাত্রী পরিষেবা দিত। দুর্গাপুর ডিপো থেকে এই ৬০ টি বাস মালদা, বহরমপুর, বালুরঘাট ধর্মতলা সহ বিভিন্ন রুটে চলাচল করতো। জানা গেছে, চলতি আর্থিক বছরে রাজ্য সরকার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চরম আর্থিক সংকটে পড়েছে। তাই অবস্থা সামাল দিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকরা বিভিন্ন রুটের বাস সাময়িক বন্ধ করে দিয়েছেন।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর ডিপো সূত্রে জানা গেছে, বর্তমানে দুর্গাপুর ডিপো থেকে বিভিন্ন রুটে প্রায় ৩৫ টির মতো বাস চলাচল করছে। অর্থ বরাদ্দ না হলে ভবিষ্যতে এই সংখ্যাটা আরও কমতে পারে। ফলস্বরূপ আগামী দিনে বিভিন্ন রুটে বাস কমে যাওয়ার যেমন আশঙ্কা দেখা দিয়েছে তেমনই যাত্রীদের দুর্ভোগ বাড়বে বই কমবে না বলেই মনে করছেন যাত্রীরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কর্মীরা জানান, একদিকে বাড়তে থাকা জ্বালানির দাম অনুযায়ী ভাড়া না বাড়ানোর ফলে জ্বালানির বাজার দরের সঙ্গে বাসের ভাড়ার অনেকটা ফারাক তৈরি হয়েছে, অন্যদিকে চলতি আর্থিক বছরে বাসের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ চলতি বছরের মার্চ মাস থেকে রাজ্য সরকার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে না দেওয়ায় এই বিপত্তি।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মী ডিপো ইনচার্জ বনমালি লক্ষণ জানান, চলতি বছরের জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়নি। তাই আর্থিক সমস্যায় পড়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। খরচ সামলাতে বেশ কিছু রুটের বাস সাময়িক বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন। ‘অবস্থা সামাল দিতে দুর্গাপুর ডিপোর স্থানীয় আধিকারিকরা বিভিন্ন রুটে বাসের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও কমতে পারে বাসের সংখ্যা।’ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর ডিপোতে গিয়ে দেখা যায়, বাস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন কর্মীরা। এই ঘটনায় চাকরি খোয়ানোর ভয়ে আতঙ্কে রয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুর্গাপুর ডিপোর চুক্তি ভিত্তিক পরিবহণ কর্মীরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মী তথা বাস চালক গোপাল দাস বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করছি দয়া করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক করুন এবং যাত্রী পরিষেবা স্বাভাবিক করে আমাদের পরিবারগুলিকে বাঁচান।’

Like Us On Facebook