অনুর্ধ্ব উনিশ ভারতীয় মহিলা ক্রিকেট দলে ডাক পেলেন দুর্গাপুরের মেয়ে বিদিশা দে। বিদিশা দুর্গাপুরের এমএএমসির উত্তর পল্লীর বাসিন্দা। এমএএমসি মর্ডান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী বিদিশা। বাবা গৌরাঙ্গ দে দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের অধ্যাপক। বিদিশা দুর্গাপুরের মহিলা ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়। তাঁর সাফল্যের খবরে শিল্পাঞ্চল জুড়ে খুশির হাওয়া। দশম শ্রেণির ছাত্রী বিদিশার লক্ষ্য একজন সফল ক্রিকেটার হওয়া। পাশাপাশি বিদিশার পড়াশোনায় যাতে কোন বিঘ্ন না ঘটে তাই তার স্কুল বিদিশাকে সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এদিকে বিদিশা ভারতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়ার খবরে বিদিশার পাড়াপড়শি ও শুভানুধ্যায়ীরা মিষ্টি, ফুলের তোড়া নিয়ে বিদিশাকে শুভেচ্ছা জানাচ্ছেন।