দুর্গাপুরের আমরাই মাদ্রাসা পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সোমবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয় বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী শেখ আনসার ওরফে শেখ কাজলের বাড়িতে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর, স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভিতর শেখ আনসারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দুর্গাপুর থানার পুলিশকে ঘটনার কথা জানানো হলে পুলিশ এসে আহত শেখ আনসারকে চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা শেখ আজিজুল বলেন, ‘বাড়িতে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। শেখ কাজল এর আগেও বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওর নামে অনেক মামলাও আছে। গ্রামকে অশান্ত করতে ও এই বোমা বাঁধে।’ শেখ আনসার ওরফে শেখ কাজলের স্ত্রী বলেন, ‘আমি এসে দেখলাম আমার স্বামীর কপালে ও হাতে চোট লেগেছে।’