বর্ধমান স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বুধবার সন্ধ্যা পৌনে ছটা নাগাদ বর্ধমান স্টেশনের ২ ও ৩ নং প্ল্যাটফর্মের মাঝে শেডের নীচে থাকা জয়েন্ট বক্সে আগুন লাগে। যদিও দ্রুততার সঙ্গে জিআরপি এবং আরপিএফ গোটা এলাকাটি ঘিরে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

প্রাথমিকভাবে ইলেকট্রিকের জয়েন্ট বক্সেই কোনভাবে এই আগুন লাগে। আগুন লাগার প্রায় পর মূহূর্তেই ২নং প্ল্যাটফর্মে এসে ঢোকে হাওড়া বর্ধমান লোকাল। আগুন দেখে যাত্রীরা নামার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। ইতিমধ্যে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এই দুই প্ল্যাটফর্মে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে দেওয়া হয়। ফলে অন্ধকারে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। রেল সূত্রে জানা গেছে, তেমন কোন ক্ষতি হয়নি। দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়।

Like Us On Facebook