ফাইল চিত্র

দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী করোনায় আক্রান্ত হলেন। তিনি ভর্তি হয়েছেন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। জানা গেছে, কয়েকদিন ধরে শরীর ও গলায় ব্যাথা এবং জ্বর ছিল। বুধবার তাঁর করোনা টেস্ট করানো হয়। বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসায় বৃহস্পতিবার রাতে তাকে সিটি সেন্টারের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পুজোর সময় বিভিন্ন সার্বজনীন পুজা প্যান্ডেলে প্রতিমা উদ্বোধন করেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী। অনিন্দিতা মুখার্জীর আপ্তসহায়ক চিত্ত মিদ্দা জানান, বুধবার থেকে শুরু হয় জ্বর এবং গলা ব্যথা। এরপর বৃহস্পতিবার সকালে কোভিড টেস্ট করানো হলে রাতে পজেটিভ রিপোর্ট আসে। তীব্র শারীরিক যন্ত্রণা এবং জ্বর নিয়ে রাতেই হাসপাতলে ভর্তি করা হয়। তবে দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক তথা মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায়ের কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। পরিবারের সাথে থাকা অন্যান্য সদস্যদেরও টেস্ট করানো হয়েছে। হাসপাতালে মুখ্য জনসংযোগ আধিকারিক প্রবীর মুখার্জী জানান, বৃহস্পতিবার রাতে কোভিড উপসর্গ নিয়ে ভর্তি করা হয় ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীকে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানান প্রবীর মুখার্জী।

 

Like Us On Facebook