ফের দামোদর ব্যারেজের লকগেট ভেঙে জল বেরিয়ে যাওয়ার খবরে শনিবার সকাল থেকে দুর্গাপুরে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, দুর্গাপুরে দামোদর ব্যারেজের ৩১ নং লকগেট ভেঙে শুক্রবার রাত থেকেই হুহ করে জল বেরিয়ে যাচ্ছে। শনিবার সকালে এই খবর চাউর হতেই দুর্গাপুরে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহলী মানুষের ভিড় বাড়তে থাকে দামোদর ব্যারেজ সংলগ্ন এলাকায়। সংশ্লিষ্ট আধিকারিকরা কর্মীদের সঙ্গে নিয়ে তৎপরতার সঙ্গে ৩১ নং লকগেটটিকে সারাইয়ের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। এই বিষয়ে এখনই কিছু বলতে চাননি দামোদর ব্যারেজে কর্তব্যরত আধিকারিকরা।

ফের লকগেট বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, বিধায়ক ও তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী ও কাউন্সিলর শিপুল সাহা। গেট ভাঙা দেখতে ভিড় জমান মানুষজন। ভিড় সরাতে তৎপর বড়জোড়া থানার পুলিশ।

উল্লেখ্য, তিন বছর আগে দুর্গাপুরে দামোদর ব্যারেজের লকগেট ভেঙে হুহু করে জল বেরিয়ে গিয়ে দামোদর ব্যারেজ জলশূন্য হয়ে যায়। দুর্গাপুরের বাসিন্দারাও চরম জল কষ্টে ভোগেন কয়েকদিন। সেইসময় তৎপরতার সঙ্গে দামোদর ব্যারেজের লকগেট সংস্কার করা হয়। পরে একটি ফ্লোটিং লকগেটও বসানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার ফের ৩১ নং লকগেট ভেঙে ব্যারেজের জল বের হতে থাকায় একরাশ আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুরে।

 

Like Us On Facebook