দোষিরা অধরা পুলিশের সামনে অবাধে ঘুরছে, অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিজেপির যুব মোর্চা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপির যুব মোর্চার নেতৃবৃন্দ দোষিদের গ্রেপ্তারের দাবিতে এক স্মরক লিপি জমা দেয় মহকুমা শাসক শঙ্খ সাঁতরার কাছে। আসানসোল বিজেপি যুব মোর্চার মুখ্য পরামর্শদাতা অভিজিৎ মুখার্জী ছাড়াও বিজেপি যুব মোর্চার সুদিপ চৌধুরি ও বাপ্পা চ্যাটার্জী এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন। বিজেপির নেতারা আরও অভিযোগ করেন ,”সন্দীপ শর্মা নামের আইপিএস-এর প্রস্তুতি নিচ্ছে এমন এক ছাত্রকেও ধরে অজামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।” মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বিজেপির যুব মোর্চার নেতাদের বিষয়টি দেখার আশ্বাস দেন। উল্লেখ্য, দুর্গাপুরের কাদা রোডে কয়েকদিন আগে কালিপুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের পর পুলিশ ২২জনকে গ্রেপ্তার করে।