বর্ধমানের ঐতিহ্যমন্ডিত খিন্নীতলা কালির বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে বৃহস্পতিবার শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল। সন্ধ্যা নামতেই মানুষ খোসবাগান থেকে টাউনহল পর্যন্ত রাস্তার দু’দিকের ফুটপাথ দখলে নিয়ে নেয় এই শোভাযাত্রা দর্শনের উদ্দেশ্যে। খিন্নীতলা দীন সমিতির সম্পাদক রতন চ্যাটার্জী জানান, “মন্দির চত্ত্বরে একটি বিশেষ সুমিষ্ট ফলের গাছ ছিল ১০০ বছর আগে। এই ধরণের গাছ মধ্যপ্রদেশে পাওয়া যায়। সেই গাছের নাম অনুসারে মায়ের নাম হয় খিন্নীতলা কালি। আজ সন্ধ্যায় বরণ পর্ব শেষে বিশাল বর্ণাঢ্য বিসর্জনের শোভাযাত্রা বের হবে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকছে ১৪টি বাজনার দল সহ ৫০টি রঙিন আলোর গাড়ি। আমাদের এই বিসর্জনের শোভাযাত্রা দর্শণ করার জন্য মানুষের ঢল নামে বর্ধমান শহরে।”