Opthalmoligical Society of West Bengal, Rotary Club of Durgapur ও Red Cross-এর যৌথ উদ্যোগে দুর্গাপুর রেড ক্রশ সোসাইটি-র হাসপাতালে আগামিকাল ৫৫ জনের বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির হবে। সকাল ১১টা থেকে বিশিষ্ট চিকিৎসকদের তত্বাবধানে এই অপারেশন হবে বলে জানান সংস্থার কর্তারা। দুর্গাপুর মহকুমা কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন সংস্থার কর্তারা। কর্তারা আরও জানান আগামী ২৪ অক্টোবর বড়জোড়াতে ও ২৫ অক্টোবর গলসিতে এই শিবির খোলা হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ মনোজ হাজরা, ডাঃ এস আর চ্যাটার্জী ও সুবীর রায়। দুর্গাপুর রোটারি ক্লাবের সভাপতি সুবীর রায় বলেন,” খুব শীঘ্রই আমরা বিধান নগরে আমাদের সংস্থা ‘সাহস’-এ বিনামূল্যে ডায়ালিসিস চালু করতে চলেছি।”

দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা মানুষের কল্যানে এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরও জানান,”প্রশাসনের তরফ থেকে দুর্গাপুরে রেড ক্রশ সোসাইটির হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।”