.
এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার নাকরাকোন্দা কোলিয়ারি এলাকায বুধবার় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে নাকরাকোন্দা কোলিয়ারির একটি পুরানো ইনক্লাইনের কাছে একটি ভাঙা বাড়িতে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় মানুষ জানান, কয়েকদিন ধরে ওই যুবককে এই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে। স্থানীয় মানুষের অনুমান প্রবল শীতে ওই ভবঘুরের মৃত্যু হয়েছে। ফরিদপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook