দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনিতে বুধবার ভোর রাতে কয়লা চুরি করতে গিয়ে বেশ কয়েকজন ব্যক্তি খনির ধসে চাপা পড়ার খবর চাউর হতেই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মাধাইপুর খোলামুখ খনিতে ধস নমে। সেই সময় কয়লা চুরি করতে কয়েকজন ব্যক্তি খনির গহ্বরে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক ব্যক্তি খনির ভিতর চাপা পড়ে যায়। অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়েই এই ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দ্রুত উদ্ধারের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে আসে পুলিশের বিশাল বাহিনী। কড়া নজরদারিতে শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে কিশোর বাউড়ি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
সূত্র মারফত জানা গেছে, কলয়লা সরিয়ে আনাহরি বাউড়ি (৫০ ), শ্যামল বাউরি (২৩ ), নটবর বাউরি ( ২৫ ) ও পিংকি বাউরি নামে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও মৃত সকলেই একই পরিবারের বলে স্থানীয়রা জানান। তাঁদের আরও অভিযোগ, যেদিন থেকে খোলামুখ খনি চালু হয়েছে সেদিন থেকেই এখানে অবৈধভাবে কয়লা চুরি হয। প্রতিদিন ভোর রাতে চলে চুরির ঘটনা। প্রশাসন চুরি বন্ধে আগে ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটত না বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে।