তড়িদাহত হয়ে একটি মোষের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতাড় থানার বামুনাড়া গ্রামে। এই ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে বুধবার গ্রামবাসীরা ভাতাড়-কামারপাড়া রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তোলে।

স্থানীয় মানুষজনের অভিযোগ, বামুনাড়া গ্রামে বিদ্যুৎ দফতরের একটি ট্রান্সফর্মার দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। বিদ্যুৎ দফতরে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। এদিন দুপুরে ট্রান্সফর্মারের পাশ দিয়ে একটি মোষ যেতে গেলে ট্রান্সফর্মার থেকে বের হয়ে থাকা তারের সংস্পর্শে এসে মোষটি তড়িদাহত হয়ে মারা যায়। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ভাতাড়-কামারপাড়া রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ভাতাড় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলে।

Like Us On Facebook