লাউদোহার ইচ্ছাপুর পঞ্চায়েতের আমলৌকা গ্রামে শ্নশানের পরিকাঠামোর উন্নয়ন করা হল। নবরূপে গড়ে তোলা শ্মশানঘাটটির রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্য সরকারের তরফ থেকে শ্মশানঘাট গুলির পরিকাঠামো গড়ে তোলা ও সৌন্দর্যের জন্য রয়েছে ‘বৈতরণী’ নামে একটি প্রকল্প। সেই প্রকল্পে নবরূপে সেজে উঠেছে লাউদোহা ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েতের আমলৌকা গ্রামের শ্মশান ঘাট। শ্মশানের সীমানা প্রাচীর, শবদাহের জন্য লোহার কাঠামো, শেড, শব যাত্রীদের জন্য প্রতীক্ষালয়, ঘাট নির্মাণ ও পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

পঞ্চায়েত প্রধান উজ্জল মন্ডল জানান, শবদাহের জন্য এই শ্নশানটির উপর নির্ভরশীল এলাকার বাসিন্দারা। আগে এখানে পরিকাঠামো না থাকায় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো শব যাত্রীদের। এলাকাবাসীর অনুরোধে আমরা শ্মশানটির পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছিলাম। পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য খরচ হয়েছে ১৬ লক্ষ টাকা। শবদাহ ও শবযাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য বৈতরণী প্রকল্পে শ্মশানঘাটটি নব রূপে গড়ে তোলা হয়েছে বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Like Us On Facebook