রহস্যজনক ভাবে বাড়ি থেকে একই পরিবারের তিনজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহায়। মৃত্যু হয় মঙ্গল সোরেন(২৭) নামে এক সিভিক ভলান্টিয়ার সহ তাঁর দুই দিদি সুমি সোরেন(৩৪) ও সুকুমণি সোরেনের(৩১)। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লস্করবাঁধের আদিবাসীপাড়ায় বসবাস করতেন মঙ্গল সোরেন যিনি লাউদোহার ফরিদপুর থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই দিদি সুমি সোরেন ও সুকুমনি সোরেন। এদের বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী ছিলেন আর মা কয়েক বছর আগে গত হয়েছেন। এদের মধ্যে সুমি কলকাতায় বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন আর সুকুমনি বাড়িতেই থাকতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিদিই অবিবাহিত ছিলেন, এছাড়াও সূত্র মারফত জানা যায় মঙ্গল সরেনের বিবাহের দিনও ঠিক হয়েছিল। এরই মাঝে মর্মান্তিক এই ঘটনায় রহস্যের দানা বেঁধেছে।

আজ, শনিবার মৃত মঙ্গল সরেনের বাবা হপনা সরেন জানান, সে প্রাতঃকৃত সারার জন্য পুকুর গিয়েছিল, হঠাৎ বাড়ি এসে দেখে ভিতর থেকে দরজা বন্ধ প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তখন পাড়ার লোকজনকে ডেকে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে তিন জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তঁদের মৃত বলে ঘোষণা করেন।

Like Us On Facebook