অবৈধ অটোর বিরুদ্ধে অভিযান হল দুর্গাপুরে। জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে  বড়সড় অভিযান হল দুর্গাপুরের এনআইটি গেটের সামনে। বেশ কিছু বেআইনি অটোকে বাজেয়াপ্ত করায় অন্যান্য আটো চালকরা এনআইটি গেটের সামনে রাস্তা আবরোধ করে বসে পড়েন। দীর্ঘক্ষণ এই অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দুর্গাপুরে এই মুহূর্তে প্রশাসনের অনুমতি ছাড়াই প্রচুর অটো যাত্রী নিয়ে চলাচল করছে। প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া ভাড়াকে তোয়াক্কা না করে যাত্রীদের কাছে অতিরিক্ত হারে ভাড়া নেওয়া হচ্ছে। অসংখ্য বেআইনি অটোতে পরিবহণ ব্যবস্থা ভেঙ্গে পড়ার যোগাড়। তা ছাড়া সঠিক ভাবে সিএনজি গ্যাস না পাওয়া নিয়েও বৈধ আটোচালকরাও বার বার মহকুমাশাসকের কাছে দরবার করায় প্রশাসন নড়ে চড়ে বসে। সবকিছুর উপর কড়া নজরদারি জারি রাখতেই দুর্গাপুরে মঙ্গলবার থেকে অবৈধ অটো অভিযান শুরু হল বলে প্রশাসন সূত্রে জানা গেছে। একই ভাবে বেআইনিভাবে চলাচল করা টোটোর উপরেও প্রশাসন কড়া নজর রাখছে বলে খবর।

Like Us On Facebook