কবিগুরুর ১৫৭ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় দুই বর্ধমানের সর্বত্র পালিত হয় মঙ্গলবার। সকালে প্রভাতফেরি দিয়ে কবিকে শ্রদ্ধার্ঘ জানায় দুর্গাপুর শিল্পাঞ্চলের সংস্কৃতি মনস্ক মানুষ। তার পর বিভিন্ন অনুষ্ঠানে কবির গান, কবিতা, নাটক দিয়ে সারা দিন নানান অনুষ্ঠান পর্ব চলে। দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী কবির ফটোতে মাল্যদান করেন। এর পর দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে একটি প্রভাতফেরি বের হয় নবারুণ ক্লাবের ব্যবস্থাপনায় সেখানেও মেয়র সকলের সাথে প্রভাতফেরিতে অংশ নেন। দুর্গাপুর প্রশাসনিক কার্যালয়েও কবিকে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। স্কুলগুলিতেও কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কবিচর্চা হয় এদিন। স্কুলের ছাত্র-ছাত্রীরাও রবীন্দ্র গান ও নৃত্যে অংশ নেয়। পাশাপাশি আসানসোলেও এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী।

অন্যদিকে বর্ধমান সঙ্গীত সমাজ-এর উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এদিন বর্ধমান টাউন হলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে ‘অনুভবে রবীন্দ্রনাথ’ নামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায় বর্ধমান উত্তরের সদর মহকুমাশাসক মুফতি শামীম সওকত।

Like Us On Facebook