ইস্পাত নগরীতে পানীয় জলের পাইপ লাইনে ফাটলকে কেন্দ্র করে পানীয় জলের সংকটকে কেন্দ্রের পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করলেন দুর্গাপুর ইস্পাত নগরীর সিটু নেতারা। সোমবার সিটিসেন্টারে সিটুর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন দুর্গাপুরের সিটুর শীর্ষনেতৃত্ব।  সিটু নেতাদের দাবি ইস্পাত নগরী দুর্গাপুরকে মৃত নগরীতে পরিণত করার একটা কেন্দ্রীয় চক্রান্ত চলছে। অ্যালয় স্টিল প্ল্যান্ট বিলগ্নিকরণ করার প্রক্রিয়া চলছে। সিটু ও আইএনটিইউসি যৌথ ভাবে এএসপি সহ গোটা দুর্গাপুর বাঁচানোর লড়াই করছে। এই সময় ডিএসপি কর্তৃপক্ষ পানীয় জলের মত একটি স্পর্শকাতর বিষয় নিয়ে গত ৪ দিন ধরে পাইপ লাইন সারাইয়ে ঢিলেমি করে নিজেদের অক্ষমতাকে খাড়া করে পরোক্ষে বেসরকারি রক্ষণাবেক্ষণকেই উৎসাহ দেবার চক্রান্ত করছে বলে অভিযোগ সিটু নেতাদের। বর্তমানে ডিএসপি টাউনশিপে ১৯১৪০টি কোয়ার্টারে লক্ষাধিক মানুষ বসবাস করেন। গত কয়েকদিন ধরে সকলেই জলকষ্টে ভুগছেন। সিটু নেতাদের দাবি একই ভাবে এর আগে ডিএসপি হাসপাতালও এই ধরণের অবহেলার স্বীকার হয়েছে। সিটু নেতাদের আরও দাবি একটু একটু করে দুর্গাপুর ইস্পাত নগরী বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে এবং শিল্প নগরী মৃত নগরীতে পরিণত হচ্ছে, অথচ শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে সব দেখেও কোন ইতিবাচক পদক্ষেপ না নিয়ে হাত গুটিয়ে বসে আছে। এদিন সিটু নেতেরা ডিএসপি আধিকারিক সহ সিটু কর্মীদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদেও সরব হন। পাল্টা মঙ্গলবার সিটুও ডিএসপি কারখানার সামনে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়ার কথা জানায় এদিন। এদিনের সিটুর সাংবাদিক সম্মেলনে সিটু নেতারা অবিলম্বে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার নিজস্ব সংস্থা সেন্টার ফর ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রস্তাবিত ইস্পাত নগরীর বাসিন্দাদের জন্য পানীয় জলের বিকল্প ব্যবস্থা চালু করার জন্য নির্ধারিত ১৪ কোটি টাকা বিনিয়োগের দাবি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র তথা সিটুর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রথীন রায়, সিটু নেতা বিনয় কৃষ্ণ চক্রবর্তী, স্বপন মজুমদার ও বিশ্বরুপ ব্যানার্জী সহ অনেক নেতা বক্তব্য রাখেন।

Like Us On Facebook