প্রতীক্ষার অবসান হল। এবার দুর্গাপুরেও চলে এল করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। দুর্গাপুর পুরসভায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় আসে কোভিড প্রতিরোধক ভ্যাকসিন। আসানসোলের জেলা স্বাস্থ্য দফতর থেকে এসে পৌঁছলো এই ভ্যাকসিন। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি বলেন, ‘১৬ জানুয়ারি সৃজনী সভাঘরে এই ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের দেওয়া নামের তালিকা অনুযায়ী এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী সহ পুলিশকর্মী যারা কোভিড যোদ্ধা আছেন তাঁদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। বাকি ভ্যাকসিনগুলো জেলা স্বাস্থ্য দফতর থেকে ধাপে ধাপে আসবে দুর্গাপুর পুরসভায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পুরসভার সঙ্গে সঙ্গে করোনার ভ্যাকসিন এসে পৌঁছলো পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও। এদিন দুর্গাপুর থেকে ১০০টি ভ্যাকসিন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছেছে বলে জানান পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ বিপ্লব মন্ডল। তিনি জানিয়েছেন আপাতত যা ভ্যাকসিন এসে পৌঁছেছে তা স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে। আগামী দিনে আরও ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন তিনি।